বাবর–আফ্রিদির অধিনায়ক–বোলার রসায়ন আগের মতো থাকবে?






শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মাত্র সাড়ে চার মাস পর তাঁকে সরিয়ে বাবর আজমকে অধিনায়কত্বে ফিরিয়েছেও পিসিবিই। তবে পিসিবির কথায় অধিনায়কত্ব নেওয়ার মাধ্যমে বাবর আফ্রিদির ওপর প্রতিশোধ নিয়েছেন বলে মনে করছেন রশিদ লতিফ।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, পাকিস্তান দল সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো না করলে দলটিতে ভাঙন দেখা দেবে। অন্তত ভারতের বিপক্ষে ম্যাচে দলটিকে জিততেই হবে।



গত নভেম্বরে অনেকটা বাধ্য হয়েই পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর। জাকা আশরাফের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ড বাবরকে শুধু টেস্ট রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দিয়ে বলেছিল। ক্ষুব্ধ বাবর তিন সংস্করণই ছাড়ার ঘোষণা দেওয়ার দুই ঘণ্টার মধ্যে শান মাসুদকে টেস্ট ও আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়।







শাহিনের নেতৃত্বে একটিই সিরিজ খেলেছে পাকিস্তান। জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সেই সিরিজে আফ্রিদির দল ৪-১ ব্যবধানে হেরে যায়। পরে আফ্রিদির নেতৃত্বাধীন দল কোয়েটা গ্লাটিয়েটরস এবারের পিএসএলে প্লে-অফে উঠতেও ব্যর্থ হলে তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে।

এর মধ্যে পিসিবিতে জাকা আশরাফের চেয়ারে বসেছেন মহসিন নকভি। গত সপ্তাহে পিসিবি ঘোষণা করে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাবরই আবার অধিনায়ক। এ নিয়ে আফ্রিদি অসন্তুষ্ট বলে পাকিস্তান ক্রিকেটাঙ্গনে আলোচনা আছে। যদিও সরাসরি কোনো মন্তব্য করেননি বাঁহাতি এ পেসার।