ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্রার্থীকে ফোন করে টাকা দাবী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে সরকারী ঐ নম্বর থেকে ফোন পেয়ে কোন প্রকার অর্থ লেন দেন না করার জন্য বুধবার দুপুরে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম থানার^ ফেসবুক আইডি থেকে একটি বিবৃতি দিয়েছেন।

পীরগঞ্জ অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল নাম্বার (০১৩২০১৩৭৪৫৪) ক্লোন করে বুধবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির হুসেন ও একজন চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা দাবী করে একটি প্রতারক চক্র। বিষয়টি অবহিত হওয়ার পর তিনি উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন এবং থানার ফেসবুক আইডি এর মাধ্যমে সর্ব সাধারণকে সর্তক করেছেন। এ বিষয়ে কোন প্রকার অর্থ লেন দেন না করা সহ বিভ্রান্ত না হওয়ার জন্য প্রার্থী সহ সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।