বুধবার বিকেলে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আবু জাফরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনেই তৈরি করা হয়েছে পাকা মসজিদ এবং মাদরাসা। বাড়ি সামনে দিয়ে চলে যাওয়া পিচঢালা সড়কের পাশেই ৬০ শতক জমিতে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরির কাজ শুরু করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে বিগত তিন বছর যাবত বাড়িটির নির্মাণকাজ ফেলে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, আবু জাফর তার নিজ এলাকায় খুব বেশি আসা-যাওয়া করতেন না। এলাকার সবাই জানেন, তিনি সচিবালয়ে ভালো চাকরি করেন। নিজ বাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করলেও ভবনের কলাম এবং ছাদ ঢালাই ছাড়া অন্য কোনো কাজ করেননি। সম্প্রতি আবু জাফরের গ্রেফতার ও তার বিরুদ্ধে প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়গুলো আলোচনায় আসায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, নিজের অবৈধ অর্থ-সম্পদ সম্পর্কে যেন কেউ ধারণা করতে না পারে সে কারণেই হয়তো বাড়ির নির্মাণকাজ শেষ করেননি।
আবু জাফর ও তার ভাইয়ের প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠান কলাগাছিয়া মিয়াবাড়ী নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. ইমরান হোসেন বলেন, মাদরাসাটিতে এখন ১৮ জন ছাত্র রয়েছে। মাদরাসার যাবতীয় খরচ জাফর মিয়া ও তার ভাই আউয়াল মিয়াই বহন করেন।
এদিকে স্থানীয় একটি সূত্র বলছে, আবু জাফরের স্ত্রী ঢাকার একটি কলেজে শিক্ষকতা করেন। আবু জাফর ঢাকার মালিবাগে জ্যোতি ইনস্টিটিউট নামে একটি কোটিং পরিচালনা করতেন। সেখানে তিনি বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রীদের মূলত বিসিএসসহ বিভিন্ন চাকরির কোচিং করাতেন। তবে পটুয়াখালী জেলায় তিনি চাকরি দিয়েছেন এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আবু জাফরের সঙ্গে পরিচয় কিংবা যোগাযোগ থাকলেও অনেকেই এখন ঝামেলা এড়াতে বিষয়গুলো এড়িয়ে চলছেন।
0 মন্তব্যসমূহ