মিরপুর ১৪ থেকে ১০ নম্বরে আসার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।


রবিবার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর ১০ নম্বরে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের কর্মীরা লাঠি নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন। 
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে দৌড়ে চলে যায়।

কিছুক্ষণ পর পর গুলির শব্দও শোনা গেছে।

তবে এই মুহূর্তে এ এলাকায় হতাহত হওয়ার কোনও খবর জানা যায়নি।