কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের নিজ বাড়ি  প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) দিনগত রাতে উপজেলার শ্রীনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির হোসেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে আসছিলেন জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী নারী। এতে অভিযুক্ত জাকির হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে আহত স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আড়ও পড়ুনযশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা;  যুবক

এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি থানায় মামলা করেন। মামলার পর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।


এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, পাঁচ সন্তানের মা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে কিশোরগঞ্জ জেলা আদালতের পাঠানো হয়েছে।